GP মাসিক ডাটা প্যাক
শর্তাবলীঃ
- নিচের ইন্টেরনেট অফার ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট সময়ের জন্য চলবে
- ৩০ দিন মেয়াদে ২৯৯ টাকায় 7.5GB (6GB+1.5GB 4G) ইন্টারনেট
- ৩০ দিন মেয়াদে ৩৯৯ টাকায় 12GB (9GB+3GB 4G) ইন্টারনেট
- নিচের অফারসমূহ পরবর্তী নোটশ না আসা পর্যন্ত চলবে
- ৩০ দিন মেয়াদে ১৮৯ টাকায় 1GB ইন্টারনেট প্যাক
- ৩০ দিন মেয়াদে ৪৯৮ টাকায় 12GB ইন্টারনেট প্যাক
- ৩০ দিন মেয়াদে ৬৪৯ টাকায় 20GB ইন্টারনেট প্যাক
- ৩০ দিন মেয়াদে ৯৯৮ টাকায় 30GB ইন্টারনেট প্যাক
- অফার সকল জিপি প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য (Skitto ব্যতীত)
- অটো রিনিউ প্রযোজ্য (গ্রাহকের সম্মতিতে)। অটো রিনিউয়ের ক্ষেত্রে গ্রাহকগণ ক্যাম্পেইন চলাকালীন অফারটি (বোনাস-সহ অফার) উপভোগ করতে পারবেন
- ৩০ দিন মেয়াদে ২৯৯ টাকায় 7.5GB (6GB+1.5GB 4G) ইন্টারনেট
- ৩০ দিন মেয়াদে ৩৯৯ টাকায় 12GB (9GB+3GB 4G) ইন্টারনেট
- অটো রিনিউ প্রযোজ্য (গ্রাহকের সম্মতিতে)। নিচের প্যাকগুলির অটো রিনিউয়াল সফল ভাবে অ্যাক্টিভেশন হলে ১০% ইন্টারনেট বোনাস দেওয়া হবে
- ৩০ দিন মেয়াদে ১৮৯ টাকায় 1GB ইন্টারনেট
- ৩০ দিন মেয়াদে ৪৯৮ টাকায় 12GB ইন্টারনেট
- ৩০ দিন মেয়াদে ৬৪৯ টাকায় 20GB ইন্টারনেট
- ৩০ দিন মেয়াদে ৯৯৮ টাকায় 30GB ইন্টারনেট
- ইন্টারনেট প্যাকের ভলিউম অথবা মেয়াদ শেষ হয়ে গেলে ইন্টারনেট ব্যবহারে PayGo এর খরচ সর্বোচ্চ ৬.০৮৭৫ টাকা (ভ্যাট, এসডি, এবং এসসি-সহ) কাটা হবে
- মেয়াদ থাকাকালীন গ্রাহক যদি একই ক্যাম্পেইনের অফার পুনরায় ক্রয় করে তাহলে অব্যবহৃত ইন্টারনেট নতুন অফার অ্যামাউন্টের সাথে যোগ হয়ে যাবে
- ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২১*১*৪#
- আপনার ইন্টারনেট অফার বাতিল করতে ডায়াল করুন *১২১*৩০৪১#
- ইন্টারনেট প্যাকের শর্তসমূহ এখানে প্রযোজ্য হবে
- ইন্টারনেট অফার কেনার সময় বিকাশ অথবা কার্ড পেমেন্টের ক্ষেত্রে প্রিপেইড গ্রাহকগণ ১০ থেকে ১০০০ টাকা এবং পোস্টপেইড গ্রাহকগণ ১০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত কিনতে পারবেন
- বিকাশ অথবা কার্ড পেমেন্টের মাধ্যমে ইন্টারনেট প্যাক কেনার সময় ব্যবহার করা ইমার্জেন্সি ব্যালেন্স অথবা অন্য কোনো সাবস্ক্রিপশন ফি রিচার্জকৃত টাকা থেকে কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার ইন্টারনেট প্যাক অথবা নির্বাচিত অফার সক্রিয় নাও হতে পারে
- এই ইন্টারনেট প্যাক ব্যবহারের জন্য 4G সিম, 4G হ্যান্ডসেট/ডিভাইস আবশ্যক এবং গ্রাহককে অবশ্যই 4G কাভারেজ এলাকায় থাকতে হবে
- আপনার সিমটি 4G কি না যাচাই করতে ডায়াল করুন *১২১*৩২৩২#
- 4G কাভারেজ এলাকায় আছেন কি না জানতে Click here এখানে ক্লিক করুন :
No comments