৫টি গুরুত্বপুর্ণ মোবাইল অ্যাপ
ধন্যবাদ নাজমুল ভাইকে। ভাই জানতে চেয়েছেন মোবাইল ফোনে আমার প্রিয় ৫ টি অ্যাপ এর নাম।
স্বভাবতই প্রিয় অ্যাপস বললে প্রথমেই বলা হয় ফেইসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ প্রভৃতির কথা।
কিন্তু এর বাইরে থাকা আমার কিছু প্রিয় ৫ টি অ্যাপ হচ্ছেঃ
১. writter+
এইটা google keep এর মতোই। instant কিছু নোট করতে এইটা ব্যবহার করে থাকি।
মুভি দেখার সময়/কোন আর্টিক্যাল পড়ার সময় অজানা আকর্ষণীয় শব্দ/বাক্য পেলে সেগুলো টুকে রাখি। মাঝেমধ্যে দেখতে সুবিধা হয়।
প্রায়শই চিন্তা করি কাল ঠিক এই এই কাজগুলো করবো।
কিন্তু সেগুলো হয়ে উঠেনা। টার্গেটগুলো আগের দিন ঘুমানোর আগে এখানে টুকে রাখি। পরের দিন সেগুলো দেখি। যদিওবা প্রায়ই সম্পূর্ন করতে পারিনা৷
২. Pinterest
খুবই জনপ্রিয় একটা অ্যাপ। এই অ্যাপ/সাইটে গেলে আপনি ছবির সম্ভার দেখতে পাবেন।
আমি গ্রাফিক্স ডিজাইন শিখছি। সেহেতু ডিজাইন ইনস্পাইরেশন প্রয়োজন হয়। ঘুমানোর আগে মাঝে মাঝে ডিজাইন দেখি। আর এমনিতে কাজের সময় তো দেখা হয়ই। এছাড়া মুডবুক হিসেবে দারুন।
শুধু ডিজাইন ইনস্পাইরেশনের জন্য না।
ভোকাবুলারি, phrase & idiom এবং তার সাথে উদাহরণ সেগুলো pin board হিসেবে রেখে দেই।
আসলে পিন্টারেস্ট এর কাজ বলে শেষ করতে অনেক কিছুই লিখতে হবে।
৩. Quora
সবার পরিচিত এটি। কাজের জন্য এই সাইটে ঢোকা হয় খুব কম। ঘুমানোর আগে মাঝখানে মধ্যে ফোন হাতে নিয়া একটু ঢু মেরে কিছুটা সময় ব্যয় করি এতে। নিজের কাজ সম্পর্কিত প্রশ্ন খুঁজে বের করে সেগুলো পড়ি।
৪. Stremio
এইটা অনেকের কাছে অপরিচিত হতে পারে। এটা সাধারনত মুভি দেখার একটি অ্যাপ। অনলাইন মুভি দেখার বেস্ট একটা জিনিস।
যদিও কাজ এবং অলসতা এই দুই এর কারনে মুভি দেখবো নিয়ত করলেও সপ্তাহে একটা মুভি হয়তোবা দেখা হয়ে উঠে৷
৫. Udictionary
একটি ডিকশনারি অ্যাপ। গুগল ট্রান্সলেটরের মতোই।
কিন্তু এইটার ইন্টারফেইস অধিক আকর্ষণীয় লাগে এবং এটিতে একটি শব্দ সম্পর্কিত অধিক তথ্য থাকে।
এর পাশাপাশি আরও বেশ কিছু অ্যাপ পছন্দের তালিকায় থাকে।
কাজের ভিত্তিতে এখানে ৫ টি প্রিয়/অধিক ব্যবহার করা অ্যাপ এর নাম উল্লেখ করলাম।
এছাড়া প্রতিদিন নিজের কাজের প্রয়োজনে যেই অ্যাপগুলো ব্যবহার করে থাকিঃ
skype, twitter, linkedin।
No comments