আপনার পছন্দের ৫টি মোবাইল অ্যাপ কোনগুলো?

পছন্দের মোবাইল এ্যাপের তো শেষ নেই। সেখানে থেকে শুধু ৫ টি এ্যাপ বেছে নেওয়া কঠিন ই বটে। তাই আমি ক্যাটাগরি হিসেবে বলছি।

১। লঞ্চার এ্যাপ

নোভা প্রাইম

আমি দীর্ঘদিন মাইক্রোসফট লঞ্চার ব্যবহার করেছি। ফাস্ট, সুন্দর এবং কমপ্লিট একটা লঞ্চার। এবং ফ্রী। এর সাথে বোনাস হিসেবে আছে পিসির সাথে কানেক্ট করার সহজ উপায়। কিন্তু শেষ আপডেট এ তারা অনেক কিছু নষ্ট করে ফেলেছে। এবং আমার সবথেকে প্রয়োজনীয় একটা সুবিধা - কোন এ্যাপ আইকনে সোয়াইপ আপ করলে অন্য এ্যাপ খোলার ফিচার টা তারা বন্ধ করে দিয়েছে। তাই আমি নোভা প্রাইমে ফিরে গিয়েছি।

প্রায় সবার মতেই নোভা এন্ড্রয়েড এর সেরা লঞ্চার। নোভাতে নেই বলে কিছু নেই। আপনি যা যা চান প্রায় সবই খুঁজে পাবেন এর মধ্যে। নোভা লঞ্চার চালানোর পরে আমি সব প্রয়োজনীয় এ্যাপ জেস্টার শর্টকাট দিয়ে রেখেছি। ফলে আমি মুহুর্তের মধ্যেই এ্যাপ লঞ্চ করতে পারি আর অন্য কেউ আমার ফোন ধরলে কোন কিছু খুঁজেই পায় না।

২। কীবোর্ড

সুইফট কী

আমি এন্ড্রয়েড ফোন কেনা থেকে সুইফটকি ব্যবহার করে আসছি। আমি এখন চোখ বন্ধ করেও এটায় টাইপ করতে পারি। ফোন দিয়ে মুলত চ্যাটিং ই করা হয়। তাই বাংলিশে লিখতে কোন অসুবিধা হয় না আমার। আর একান্ত বাংলায় লিখতে হলে রিদমিক ব্যবহার করি। সুইফট কী এর জেস্টার টাইপিং, নেক্সট ওয়ার্ড প্রেডিকশন, অটো কারেকশন এর কোন তুলনা হয় না। জিবোর্ড আমার মতে সুইফট কী এর ধারেকাছেও নেই। অনেকক্ষেত্রে সোয়াইপ শেষে মনে হয় এ কি হাবিজাবি সোয়াইপ করলাম! অবাক হয়ে দেখতে হয় সুইফটকী তাও বুঝতে পেরেছে আমি কি লিখতে চেয়েছি। আর নেক্সট ওয়ার্ড প্রেডিকশন? সুইফটকী যেন আমার মনের কথা জানে!

৩। ব্রাউজার:

 ইউসি টার্বো

আমি অনেক ব্রাউজার ব্যবহার করার চেস্টা করেছি। কিন্তু কেন যেন ঘুরেফিরে ইউসি টার্বো তে ফেরত আসতে হয়। এর ক্লিন ইউজার ইন্টারফেস নজরকাড়া। যেখানে রেগুলার ইউসি ব্রাউজার আবর্জনা দিয়ে ভর্তি সেখানে ইউসি টার্বো একদম ক্লিন! আর এটি ওয়েবসাইটগুলো নিজের সার্ভারে প্রথমে লোড করে তারপরে আবার রিলে করে। ফলে ব্রাউজিং একদম ফাস্ট! আর কান্ট্রি ব্লক কাজ করে না ইউসি টার্বো তে। এড এর ঝামেলাও থাকেনা। আমি তাই অনায়াসে রেডিট চালাতে পারি এতে। ডেডিকেটেড ভিডিও মোড আছে যেটা বেশ কাজের। পেইজ রেন্ডারিং ও আমার অনেক পছন্দের। আমার কাছে এর শুধু একটাই অসুবিধা- ডার্ক মোডের অনুপস্থিতি। এটা তেমন কোন সমস্যা করে না, কারণ বেশিরভাগ সাইট তো আলাদা এ্যাপের মাধ্যমেই চালানো হয় আর আর্টিকেল পড়তে হলে পকেট তো আছেই!

ভিয়া ব্রাউজার এর সবথেকে আকর্ষনীয় দিক হচ্ছে এর ছোট্ট সাইজ! এর ইন্সটলেশন সাইজ ৫০০ কেবি এরও কম। কিন্তু ছোট মরিচের ঝাল বেশির মতো এরও ফিচারের কোন কমতি নেই। প্রতিটা ফিচার ই অনেক ভেবেচিন্তে দেওয়া আমার মতে। আর যে সাইট ব্রাউজ করবেন Via সেই সাইটের রঙে নিজেকে রাঙাবে যেটা দেখতে বেশ সুন্দর।

ব্রেইভ, ওপেরা, স্যামসাং ব্রাউজার এরাও একসময় পছন্দের ছিলো। কিন্তু কিছু না কিছু সমস্যার কারণে অন্য ব্রাউজার এর প্রতি ঝুঁকতে হয়েছে আমাকে।

৪। শিক্ষামূলক

উলফ্রাম আলফা

প্রথমত উলফ্রাম আলফা কী? ওরা যেভাবে বলে এটা একটা কম্পিউটেশনাল সার্চ ইঞ্জিন যা ওয়েব থেকে কিউরেটেড ইনফরমেশন দেখায়। ওরা যেটাই বলুক না কেন, এই এ্যাপ নিশ্চিতভাবে আপনাকে একটা ওয়াও অনুভূতি দিবে। উদাহরণ দিয়ে বলি আপনি যদি গুগলে ISS লিখে সার্চ করেন, আপনি বিভিন্ন সার্চ রেজাল্ট পাবেন যেখানে ISS সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবার আসা যাক উলফ্রাম আলফা তে। এই এ্যাপে আপনি যদি ISS লিখে সার্চ করেন তাহল আপনাকে রেজাল্ট হিসেবে দেখাবে ISS এর গতিপথ, আপনার বর্তমান লোকেশন থেকে দূরত্ব অবস্থান ইত্যাদি ইত্যাদি একদম রিয়াল টাইম এ। একই ভাবে আপনি আপনার জন্মদিন লিখে সার্চ করলে দেখাবে আপনার বর্তমান বয়স, কত ঘন্টা, কত মিনিট ইত্যাদি ইত্যাদি।

More: Smart scientific calculator (115 * 991 / 300) plus

এটি সম্পর্কে আলাদা কিছুই বলার নেই। একদম কেসিও 991 Ex ক্যালকুলেটর এর মতো কাজ করবে যা খুবই উপকারে আসে।

৫।  History timeline

আপনি যদি ইতিহাস জানতে পছন্দ করেন তাহলে তো কথাই নেই, কিন্তু যদি নাও পছন্দ করেন তবু আমি বলবো যেকোন সচেতন মানুষের ই টুকটাক ইতিহাস জানা উচিৎ। ইতিহাস জানার একটা অন্যতম অসুবিধা হচ্ছে বিভিন্ন ঘটনা একটার সাথে অন্যটা আমরা সম্পর্ক স্থাপন করতে পারিনা। যেমন আইন্সটাইন যখন রিলেটিভিটি থিওরী দিলো তখন ঠিক আর কী কী হয়েছিলো? এই এ্যাপ টি বার ইউজ করে সকল গুরুত্বপূর্ণ ঘটনার টাইমলাইন দিয়েছে সাথে দিয়েছে সংক্ষীপ্ত বিবরণ ও উইকিপিডিয়া লিংক। এই এ্যাপ টা দেখে আমি শুধু এটাই ভাবি যে এটা ডেভেলপ করেছে তার কতই না কষ্ট হয়েছে আর আমরা ফ্রীতে ব্যবহার করছি।

No comments

Powered by Blogger.